শনিবার, ২ নভেম্বর, ২০১৯

পাহাড়ের কান্না দেখে


পাহাড়ের কান্না দেখে তোমরা তাকে ঝর্না বলো
সেই পাহারটা বোবা বলে কিছু বলে না
তোমরা কেন বোঝনাযে
কারো বুকের দুঃখ নিয়ে কাব্য চলেনা।।

ধরতে বুকে এক ফোটা জল কেউ জানেনা কত ব্যাথায়
মেঘের হৃদয় হল কাজল ()
তোমরা দেখ বৃষ্টি নুপুর
দেখনা-----
আঘাত ছাড়া মেঘতো গলেনা
ঐকালো মেঘ বোবা বলে কিছু বলেনা
তোমরা কেন বোঝনা যে-------।।

ফুটতে বনে এক গোছা ফুল কেউ জানেনা কি আগুনে
রঙ্গের নেশা হলো আকুল
তোমরা দেখ মিষ্টি বরন
দেখনা-----
দহন ছাড়া অগ্নি জ্বলেনা
ফোটা ফুল বোবা বলে কিছুই বলেনা
তোমরা কেন বোঝনা যে-------।।

কথাঃ খন্দকার নুরুল আলম

এক হৃদয়হীনার কাছে


এক হৃদয়হীনার কাছে হৃদয়ের দাম কি আছে
সে আছে নিজেকে নিয়ে
আমিতো আপন দোষে পেলাম শুধুই অথৈ যন্ত্রনা।।

সেতো যাবে চলে সবি যাবে ভুলে নিঠুর সজনী
আমি যাবো কেঁদে তারেই সেধে সেদিন
যেদিন শুধু রজনী- হবে নিরবে।।

হৃদয় দেয়া ছলে হৃদয় গেছে দলেই আমিতো মরেছি
পাথর ভালবেসে চোখে অবশেষে
নদীকে ধরেছি, মরেছি মরমে।।

আমি বৃষ্টির কাছ থেকে কাঁদতে শিখেছি


আমি বৃষ্টির কাছ থেকে কাঁদতে শিখেছি
আমায় আর কান্নার ভয় খিয়ে
কোন লাভ নেই -----
আমি অগ্নি গিরির কাছে জ্বলতে শিখেছি
আমায় আর জ্বালানোর
ভয় দেখিয়ে কোন লাভনেই।।

আমি চাইনা হতে কারো প্রেমেরো আচল
আমি চাইনা হতে কারো চোখের কাজল ()
আমি তটিনির কাছথেকে চলতে শিখেছি ()
আমায় আর পিছু ডাকার ভয় দেখিয়ে
কোন লাভ নেই।।

আমি চাইনহতে কারো মনের অনল
আমি চাইনা হতে কারো নয়নের জল
আমি সাগরের কাছ থেকে জানতে শিখেছি
আমায় আর অসীমের ভয় দেখিয়ে
কোন লাভ নেই।।

কেন ভালবাসা হারিয়ে যায়


কেন ভালবাসা হারিয়ে যায় দুঃখ হারায় না
কেন সপ্ন ভেঙ্গে যায়
মানুষ কথা দিয়ে কথা রাখেনা।।

আমি যারে আপন করি সে হয় আমার পর
আমি যারে হৃদয় দিই সে ছাড়ে আমার ঘড়
আমি নিজের ব্যাথাই নিজে
কেন যে বুঝিনা।।

হায়রে দরদী একি তোর খেলা
কেন সুখের বদলে দিস বিষের কাঁটার জ্বালা
আমি ব্যাথার সাগরে ডুবে
প্রেমের মুক্তা খুজেছি।।

কথাঃ শামসুল আলম
সুরঃ শেখ সাদী খান

আমার এদুটি চোখ পাথরতো নয়


আমার এদুটি চোখ পাথরতো নয়
তবুকেন ক্ষয়ে ক্ষয়ে যায়
কখোনো নদীর মত তোমার পথের পানে বয়ে বয়ে যায়।।

আমি তো বাগান নই তবু কেন ফোটে ফুল
ফাগুনে ফিরে আসে ভ্রমরের মত ভুল
কত বরষায় আমার হৃদয় শুধু মেঘ হয়ে যায়।।

শুনিতে চাইনা গান তবু সূর ফিরে আসে
স্বপ্নেরি বাঁশি বাজে জীবনের বারো মাসে
কত রাত্রিতে আমার প্রদীপ শুধু জ্বলে জ্বলে যায়।।


কথাঃ জাহিদুল হক
সুরঃ শেখ সাদী খান

চাঁদে কলঙ্ক আছে যেমন

চাঁদে কলঙ্ক আছে যেমন
ভালবাসায় বদনাম তেমন
তাতে টললো  কোথায় কবে
প্রেমেরো আসন প্রেমিকের মন।।

প্রেমিক মনের সিংহাসনে
যে প্রেম সমাসীন সঙ্গোপনে ()
সে আর কারো নয় তারই আপন
তাইসে কলঙ্গ যেটুকু লে
সবই নিলাম জেনে আমারি নিজের
তাতে জ্বললে জ্বলুক কারো বৈরি নয়ন।।

কি হয় অমন নিন্দাবাদে
আশিক জনের ধ্যান ভাঙ্গেনা তাতে
সেতো রয় প্রেমে তারি মতোন
তাই গুঞ্জন অপবাদের
সবই পাথেও করে নিলাম পথের
তাতে খুঁজলে খুঁজুক কেউ দোষেরি কারন।।


কথাঃ নজরুল ইসলাম বাবু
সুরঃ সেখ সাদী খাঁন

অনেক বৃষ্টি ঝড়ে তুমি এলে


অনেক বৃষ্টি ঝড়ে তুমি এলে
যেন এক মুঠো রৌদ্র আমার দু চোখ ভরে
তুমি এলে।।

কত বেদনার বিষন্ন মেঘে ভেসে ভেসে
এলে তুমি অবশেষে
তাই বাতায়নে ময়ুরের ঝিলি মিলি ঝিলি মিলি
আজ সারা দিন ধরে।। আমার...........

আমি যেন আলোর খেয়া
আনমনে ভেসেযাই কোন স্বপ্নের দেশে যাই

কত শিউলি আনন্দ যায় ডেকে ডেকে
দুর বন ভুমি থেকে
তুমি এলে যেন এক মুঠো চঞ্চল চঞ্চল
খুশি এলো অন্তরে।।