শনিবার, ২ নভেম্বর, ২০১৯

বৈশাখী মেঘের কাছে


বৈশাখী মেঘের কাছে জলচেয়ে
তুমি কাঁদবে আমি চাইনা
শুধু সপ্নকে সত্যিমনে করে তুমি কাঁদবে আমি চাইনা ।।

ঝড়ের আকাশে পুর্নিমা চাঁদ দুরাশা
সে স্বাধ তোমার ভেঙ্গে যেতে পারে সহসা ()
তাই অনুরোধ, সপ্নের কথা সপ্নেই ভুলে যাওনা।।

চাঁদের আশাতে যে দীপ তোম নেভালে
তার সন্ধান পাবেনা স্বপ্ন হারালে ()
তাই অনুরোধ, সপ্নের কথা সপ্নেই ভুলে যাওনা।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন