শনিবার, ২২ অক্টোবর, ২০১৬

শ্যামা-আমার সর্ব অঙ্গে লিখে দিও কালী কালী নাম

আমার সর্ব অঙ্গে লিখে দিও কালী কালী নাম
কালী ছাড়া মোর জীবনে কি আর আছে দাম।।

যে দিন আমি জন্মেছিলাম, মা মা বলে ডেকেছিলাম
আমার অন্তীম কালে কালী বলে, যাব ছেড়ে এই ধরাধাম।।

কিছুতো নেই আমার বলে, সবি দিলাম চরণ তলে

এবার ওপাড়ে যাবার বাসনা মা, পুরাও তুমি সেই মনস্কাম।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন